বাসস ক্রীড়া-১৯ : কার্ডিফে নিজেদের কীর্তি ভেঙ্গে নয়া অর্জন ইংল্যান্ডের

671

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-বাংলাদেশ-ইংল্যান্ড
কার্ডিফে নিজেদের কীর্তি ভেঙ্গে নয়া অর্জন ইংল্যান্ডের
কার্ডিফ, ৮ জুন ২০১৯ (বাসস) : কাডির্ফের সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপের ১২তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলছে স্বাগতিক ইংল্যান্ড। ওপেনার জেসন রয়ের জেসন রয় ১৪টি চার ও ৫টি ছক্কায় ১২১ বলে ১৫৩ রানের সুবাদে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান বড় সংগ্রহ পেয়েছে ইংলিশরা ফলে কার্ডিফের এই ভেন্যুতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড।
কার্ডিফের এই ভেন্যুতে আগের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি অবশ্য ছিলো ইংল্যান্ডেরই। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪২ রান করেছিলো ইংলিশরা। ঐ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন ওপেনার রয়। ১২টি চার ও ২টি ছক্কায় ১০৮ বলে ১২০ রানের বড় সংগ্রহ পেয়েছিলো ইংল্যান্ড। পরবর্তীতে অস্ট্রেলিয়াকে ৩০৪ রানে অলআউট করে ৩৮ রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
বাসস/এএসজি/এএমটি/২০২২/মোজা/আরজি