বাসস ক্রীড়া-১১ : অস্ট্রেলিয়া ম্যাচের আগে ভারতীয় দলকে শচিনের সতর্ক বার্তা

163

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট- বিশ্বকাপ
অস্ট্রেলিয়া ম্যাচের আগে ভারতীয় দলকে শচিনের সতর্ক বার্তা
লন্ডন, ৮ জুন, ২০১৯ (বাসস) : খুব বেশি উৎফুল্ল না হতে এবং জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচের আত্মবিশ্বাস আগামীকাল ‘কঠিন’ অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজে লাগাতে ভারতীয় দলকে পরামর্শ দিয়েছেন শচিন টেন্ডুলকার।
ইন্ডিয়া টুডে পত্রিকাকে শচিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস মনের মধ্যে ধরে রাখ এবং পরের ম্যাচে সেটা কাজে লাগাও। কারণ কম্বিনেশন ও এই মুহূর্ত তাদের আত্মবিশ্বাসের কারণে অস্ট্রেলিয়া দলকে মোকাবেলা করা কঠিন হবে।’
কালটার নাইলের ক্যারিয়ার সেরা ৯২ মিচেল স্টার্কের পাঁচ উইকেট শিকারের সুবাতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ১৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে।
শচিন বলেন,‘ ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খুবই ভাল একটি ম্যাচ হবে। পিচ কিছুটা ফাঁপা ও বাউন্সি এবং আমি মনে করি অস্ট্রেলিয়ানরা এ ধরনের পিচে অনেক বেশি অভ্যস্ত। ওভালের পিচে অতিরিক্ত বাউন্স পাওয়া যাবে যা কিছুটা অস্ট্রেলিয়ার পক্ষে যাবে বলে আমি মনে করি।’
অস্ট্রেলিয়াকে একটি ভিন্ন ধর্মী দল আখ্যা দিয়ে শচিন এ জন্য ওপেনার ডেভিড ওয়ার্নারকে কৃতিত্ব দেন।
টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারের লড়াকু ৮৯ রানের কথা উল্লেখ করে শচিন আরো বলেন, ‘স্মিথ ও ওয়ার্নার ফেরার পর তারা একটি ভিন্ন ধর্মী দল। আইপিএলে আমি ওয়ার্নারকে যতটা দেখেছি তাতে মনে সে অত্যন্ত ফিট এবং সর্বোপরি তাকে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ মাঠে নেমে রান পেতে মরিয়া মনে হয়েছে।’
তবে ম্যাচে ভারতীয় দলের ভাল করার ব্যপারে আত্মবিশ্বাসী শচিন।
তিনি বলেন, ‘তবে আমি মনে করি মাঠে নামার এবং এ জন্য যা প্রয়োজন সে অস্ত্র ভারতীয় দলের আছে। অস্ট্রেলিয়ান আক্রমণ বিভাগ খুবই ভাল। তবে ভারতয়ি দল সে আক্রমণ খেলতে প্রস্তুত। সে ধরনের বোলিংয়ের বিপক্ষে অতীতে আমরা ভাল করেছি। তাদেরকে মোকাবেলা করতে ছেলেরা প্রস্তুত থাকবে।’
বাসস/স্বব/১৮০০/মোজা/নীহা