তদন্ত কাজে সহায়তা না করার অঙ্গীকার শ্রীলংকান প্রেসিডেন্টের

338

কলম্বো, ৮ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : শ্রীলংকার প্রেসিডেন্ট তার মন্ত্রিপরিষদকে বলেছেন, ইস্টার সান ডে’তে চার্চে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিরাপত্তা ত্রুটির ব্যাপারে পার্লামেন্টের তদন্তে তিনি সহায়তা করবেন না।
শনিবার এক রাষ্ট্রীয় সূত্রে একথা বলা হয়।
গত ২১ এপ্রিল চার্চে চালানো হামলা নিয়ে তদন্ত কাজে নিয়োজিত পার্লামেন্টারি সিলেক্ট কমিটির (পিএসসি) বিরোধিতা করতে শুক্রবার রাতে মাইথ্রিপালা সিরিসেনা মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডাকেন। ওই হামলায় ২৫৮ জন নিহত ও প্রায় ৫শ’ জন আহত হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মন্ত্রিপরিষদের এক সূত্র জানায়, সিরিসেনা ওই কমিটির কাছে কোন পুলিশ, সেনা বা গোয়েন্দা সদস্যকে সাক্ষ্য প্রদান বা জবাবদিহিতা করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ‘মন্ত্রিপরিষদের বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।’
সূত্রটি আরো জানায়, ‘সরকার পিএসসিকে বাতিল করতেও সম্মত হয়নি।’
সিরিসেনার অফিস থেকে এই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানায়নি।
তবে অফিস জানিয়েছে, প্রেসিডেন্ট পিএসসির কাছে সাক্ষ্য বা জবাবদিহিতা করতে কর্মকর্তাদের অনুমতি না দেয়ার জন্য শুক্রবার সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।