বাসস ক্রীড়া-১৩ : জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিলো যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশন

521

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বাংলাদেশ
জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিলো যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশন
কার্ডিফ, ৭ জুন, ২০১৯ (বাসস) : কার্ডিফের ন্যাশনাল অ্যাসেম্বলি অব ওয়েলস ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিলো যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন। ওয়েলসের অন্যতম পর্যটন আকর্ষণ কার্ডিফ উপসাগরের তীর ঘেষে রয়েছে অ্যাসেম্বলি ভবনটি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অ্যাসেম্বলি ভবনে আসেন বাংলাদেশের খেলোয়াড়রা। কালো স্যুট, সাদা শার্ট, সবুজের মাঝে হলুদ ডোরাকাটা টাই পড়ে অনুষ্ঠানে উপস্থিত হন জাতীয় দলের সকল খেলোয়াড়। সেতার ও তবলার সুরে খেলোয়াড়দের স্বাগত জানানো হয়। বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের ছবিতে সাজানো ছিল মঞ্চ। পাশেই স্ক্রিনে দেখানো হচ্ছিল বাংলাদেশের স্মরণীয় পারফরম্যান্সগুলোর ভিডিও। এরপর ‘চলো বাংলাদেশ’ গানের সঙ্গে ছিল নাচ ও দেশাত্মবোধের আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও হাইকমিশন অফিসের কর্মকর্তারা। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ম্যানেজার খালেদ মাহমুদ।
বাসস/এএসজি/এএমটি/২২৩৫/স্বব