বাসস দেশ-২৮ : ফতুল্লা থেকে কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির ২টি চিতা বাঘ উদ্ধার

713

বাসস দেশ-২৮
চিতা-বাঘ-উদ্ধার
ফতুল্লা থেকে কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির ২টি চিতা বাঘ উদ্ধার
নারায়ণগঞ্জ, ১৪ জুন ২০১৮ (বাসস) : নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির দু’টি চিতা বাঘ (লেপার্ড) উদ্ধার করেছে র‌্যব-১১ সদস্যরা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাব বন্য প্রাণী সংরক্ষণ আইনে আন্তর্জাতিক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব সদর উপজেলার ফতুল্লা থানার ভূঁইগড় রঘুনাথপুর এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রঘুনাথপুর এলাকার বাসিন্দা সৌদি আরব প্রবাসী তকদির হোসেনের ছেলে শওকত ইমরান মিঠু ও একই এলাকার খলিল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম।
বিকেলে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) মেজর আশিক বিল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শওকত ইমরান মিঠুর বাড়িতে অভিযান চালিয়ে বাঘ দু’টি উদ্ধার করা হয়। পরে পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে শওকত ইমরান মিঠু ও তার সহযোগী একই এলাকার আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাসস/সংবাদদাতা/এমএআর/২৩৩০/এবিএইচ