বাসস ক্রীড়া-১১ : বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল বিশ্বকাপ মিশন শুরু ভারতের

254

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ভারত-দক্ষিণ আফ্রিকা
বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল বিশ্বকাপ মিশন শুরু ভারতের
সাউদাম্পটন, ৪ জুন, ২০১৯ (বাসস) : আগামীকাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করছে হট ফেভারিট ভারত। নিজেদের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে দু’ম্যাচ খেলে, দু’টিতেই হেরেছে প্রোটিয়ারা। তবে তৃতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায় তারা। অপরদিকে, ভারতের লক্ষ্য জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা। সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
আজ অবধি বিশ্বকাপের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে (এরমধ্যে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ চলমান)। দশ দেশের মধ্যে ৯টি দলই মাঠে নেমেছে। কিন্তু এখনও কোন ম্যাচ খেলতে নামেনি ভারত। অবশেষে আগামীকাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করছে টিম ইন্ডিয়া। তবে ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করছে বিরাট কোহলির দল।
কারন প্রথম দু’ম্যাচ হেরে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানে ও বাংলাদেশের কাছে ২১ রানে ম্যাচ হারে প্রোটিয়ারা। এরমধ্যে ইনজুরিতে জর্জরিত দলটি। চোটের কারনে দশ দিনের জন্য বিশ্রামে রয়েছেন পেসার লুঙ্গি এনগিডি। আর আজ কাঁেধর ইনজুরির কারনে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পেসার ডেল স্টেইন। তারপরও দলের বাকীদের নিয়ে প্রথম জয়ের স্বাদ নিতে চায় দক্ষিণ আফ্রিকা।
বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো পারফরমেন্স করতে উদগ্রীব হয়ে আছে ভারত। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করাই প্রধান লক্ষ্য তাদের। এমনটাই বলেন দলের অধিনায়ক বিরাট কোহলি, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার লক্ষ্য আমাদের। সাফল্য নিয়ে শুরু করতে পারলে দারুণ হবে।’
বাসস/এএসজি/এএমটি/২২৩০/স্বব