সিলেটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

355

সিলেট, ৪ জুন, ২০১৯ (বাসস) : জেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগর এলাকায় যাত্রিবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক যাত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধু সুনামগঞ্জ সদর থানার বেড়িগাঁও গ্রামের ফারুক মিয়ার স্ত্রী খুর্শেদা বেগম (২০)।
আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০জন যাত্রি। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেটগামী শাহজালাল পরিবহনের একটি যাত্রিবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০১৫৮) ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা গৃহবধু খুর্শেদা নিহত হন।
আহতদের মধ্যে- হযরত আলী (৩০), ফারুক মিয়া (৩০), কামরুন নাহার (২৩), আব্দুল (৮) এর পরিচয় পাওয়া
গেছে।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।