দক্ষিণ আফ্রিকা আর কোন ভুল হজম করতে পারবে না : ক্যালিস

671

লন্ডন, ৩ জুন, ২০১৯ (বাসস): বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা আর কোন ভুল হজম করতে পারবে না এবং সেমিফাইনালে যেতে হলে তাদের বাকি প্রায় সব ম্যাচই জিততে হবে মলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অলরাউন্ডার জক ক্যালিস।
ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানে ৪পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে গতরাতে বাংলাদেশের কাছে ২১ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা।
আইসিসির এক কলামে ক্যালিস লিখেছেন,‘ শেষ চার-এ উঠতে হলে তোমাদের ছয় ম্যাচে জিততে হবে, হতে পারে পাঁচ ম্যাচ জিতলেও চলবে। তবে সে ক্ষেত্রে রান রেট খুব ভাল থাকতে হবে।’
‘দক্ষিণ আফ্রিকাকে হাতে থাকা প্রায় সব ম্যাচ জিততে হবে। এখানে ভুল করার কোন সুযোগ নেই।’
নতুন রাউন্ড রবীন পদ্ধতিতে শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে এবং আগামী বুধবার শক্তিশালী ভারতের বিপক্ষে হারলেও দক্ষিণ আফ্রিকার জন্য রান রেট গুরুত্বপুর্ন হতে পারে। পয়েন্ট সমান এবং সমান জয় থাকলে অবস্থানের বেলায় গুরুত্বপুর্ন হয়ে উঠবে রান রেট।
ক্যালিস আরো বলেন,‘ ভারতের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবেনা। তবে এটা হবে তাদের প্রথম এবং আমাদের তৃতীয় ম্যাচ। সুতরাং এটা আমাদের প্রয়োজনীয় কিছু সুবিধা দিতে পারে।’
‘তারা এক সপ্তাহ খেলার বাইরে আছে এবং প্রথম ম্যাচে কিছুটা নার্ভাস থাকতে পারে, পক্ষান্তরে আমরা ধাতস্থ হয়ে গেছি।
‘ক্রিকেটে আশ্চর্যজনক অনেক কিছুই ঘটতে পারে এবং আমরা একটা জয় পেলে তারপর আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারব এবং সেটা শিরোপা প্রত্যাশার দাবীও শক্তিশালী হবে বলে আমি মনে করি।’
বাংলাদেশের ইনিংসে পর্যাপ্ত ব্য্কআপ না রাখায় অধিনায়ক পাফ ডু প্লেসিসেরও সমালোচনা করেন ক্যালিস।
তিনি বলেন,‘একটা ম্যাচ পরিকল্পনা থাকাটা খুবই গুরুত্বপুর্ন। তবে যখণ সেটা কাজে আসবেনা তখন অবশ্যই আপনারে ব্যাকআপ পরিকল্পনা থাকতে হবে। আমার মনে হয় পুরো ম্যাচেই আমরা একধাপ পিছিয়ে ছিলাম এবং কৌশলগতভাবেও।’
ইনজুরি সমস্যাও দক্ষিণ আফ্রিকা দলকে ভোগাচ্ছে। দলের পেস আক্রমনের সেরা তারকা অভিজ্ঞ ডেল স্টেইন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। আরেক পেসার লুঙ্গি এনগিডিও বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।
ক্যালিস আরো বলেন,‘ লুঙ্গির ইনজুরি নি:সন্দেহে ফাফের জন্য সমস্যা সৃস্টি করেছে। সে একজন বিশ্বমানের খেলোয়াড় এবং আমাদের আক্রমন বিভাগের জন্য গুরুত্বপুর্ন। ভারতের বিপক্ষে স্টেইনকে পাওয়া যেতে পারে এবং আশা করছি সে পুরো ফিটনেস ফিরে পাবে।’
‘আমাদের সকল অস্ত্রই ব্যবহার করতে হবে এবং গুরুত্বপুর্ন মুহুর্তে আমরা আর কোন ছোটখাটো ভুলও হজম করতে পারবনা। এখানে বিশ্বের সেরা দলগুলো খেলছে এবং তারা অবশ্যই আপনাকে শাস্তি দিতে চাইবে।’