বাজিস-১০ : মাগুরায় ঈদ-উল ফিতর উপলক্ষে দুস্থ ও দরিদ্রদের মধ্যে চাল বিতরণ

328

বাজিস-১০
মাগুরা-বিতরণ
মাগুরায় ঈদ-উল ফিতর উপলক্ষে দুস্থ ও দরিদ্রদের মধ্যে চাল বিতরণ
মাগুরা, ১৪ জুন ২০১৮ (বাসস) : পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে মাগুরা জেলার চার উপজেলায় ও একটি পৌরসভায় ৯৪ হাজার ৯৯৮ জন দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্রদের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ৯৪৯.৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২৯ হাজার ২৫২ জনের মধ্যে ২৯২.৫২০ মেট্রিক টন, শ্রীপুর উপজেলায় ১৮ হাজার ১১৮ জনের মধ্যে ১৮১.১৮১ মেট্রি ক টন, শালিখা উপজেলায় ১৭ হাজার ৪৬৬ জনের মধ্যে ১৭৪.৬৬০ এবং মহম্মদপুর উপজেলার ২৫ হাজার ৫০১ জনের মধ্যে ২৫৫.০১০ মেট্রিক টন। এ ছাড়া মাগুরার একটিমাত্র পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের মধ্যে ৪৬.২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. কাওছার হাবীব জানান, পৌরসভাসহ জেলার চার উপজেলার ৩৬টি ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা খাদ্য বিতরণ কাজ সম্পন্ন করছেন।
বাসস/সংবাদদাতা/মরপা/২০০০/আহা/-মরপা