বাসস দেশ-২১ : খিলগাঁওয়ে রেললাইন থেকে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলের মৃতদেহ উদ্ধার

365

বাসস দেশ-২১
মৃতদেহ-উদ্ধার
খিলগাঁওয়ে রেললাইন থেকে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলের মৃতদেহ উদ্ধার
ঢাকা, ১৪ জুন, ২০১৮ (বাসস) : রাজধানীর খিলগাঁওয়ে বাগিচা সংলগ্ন রেললাইন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের (৫৪) লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক বাসসকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজাহানপুর থানা পুলিশের পক্ষ থেকে খবর পেয়ে জিআরপি পুলিশ সকাল পৌনে ১০টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইন থেকে মস্তক বিচ্ছিন্ন নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদের উদ্ধৃতি দিয়ে বাসস’র মেডিকেল সংবাদদাতা জানান, লাশের পিঠে, মাথায়, মুখের সামনে, গালে ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। ভিসেরা সংগ্রহ করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি হওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।
নিহত সুমন জাহিদ দুই সন্তারের জনক। তার বড় ছেলে একাদশ শ্রেণিতে পড়ে আর ছোট ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে। তার বাসা ঢাকার উত্তর শাহজাহানপুর এলাকায় বলে জানাগেছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৫৫/অমি