বাসস ক্রীড়া-১০ : ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যান

287

বাসস ক্রীড়া-১০
ইংল্যান্ড-পাকিস্তান
ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যান
ঢাকা, ২ জুন, ২০১৯ (বাসস) : উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে ২০১৯বিশ্বকাপ মিশন শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। পক্ষান্তরে ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে সাত উইকেটে পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে উপমহাদেশের দলটি। উভয় দলেরই এটা টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ। এমনকি আগেরগুলোর চেয়ে ইংলিশদের বিপক্ষে আগামীকালের ম্যাচটি পাকিস্তানের জন্য আরো কঠিন হতে পারে। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাল্লা ভারী ইংল্যান্ডেরই। তবে পাকিস্তান আনপ্রেডিক্টেবল। তবে টুর্নামেন্ট শুরুর আগ মুহুর্তে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।
এক দিনের ক্রিকেটে ১৯৭৪ সালে প্রথম মুখোমুখি হয় ইংল্যান্ড পাকিস্তান।
মুখোমুখি দুই দলের পরিসংখ্যান:
ম্যাচ-৮৭
ইংল্যান্ডের জং:৫৩
পাকিস্তানের জয়: ৩১
টাই:০
পরিত্যক্ত: ৩
সুতরাং পরিসংখ্যানুসারে অনেক এগিয়ে ইংল্যান্ড। এমনকি এখন পর্যন্ত বিশ্বকাপেও এগিয়ে স্বাগতিকরা। আগামী ম্যাচের নিজেদের জয়ের ধারা অক্ষুন্ন রাখতে চাইবে ইংলিশরা। পাকিস্তান চাইবে আপসেট ঘটাতে।
বাসস/স্বব/২০০০/নীহা