বাংলাদেশীদের দখলে কেনিংটন ওভাল

446

লন্ডন, ২ জুন ২০১৯ (বাসস) : বিশ্বকাপে ইংল্যান্ডের কেনিংটন ওভালে লড়ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। অথচ পুরো ওভাল দখলে নিয়ে নিয়েছে লন্ডনে বসবাস করা অসংখ্য বাংলাদেশি ও বাংলাদেশ থেকে আসার প্রায় ২শ’ ক্রিকেটপ্রেমিরা। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয় খেলা। তবে তিন ঘন্টা আগ থেকে ওভাল স্টেডিয়ামের আশ-পাশে জড়ো হতে থাকেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ দলকে উৎসাহ যোগাতেই মাঠে ভেতরে প্রবেশের অপেক্ষায় থাকেন তারা। সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশিদের সংখ্যা বাড়তে থাকে। ম্যাচ শুরুর প্রায় দেড় ঘন্টা আগে ভেতরে প্রবেশের সুযোগ পান দর্শকরা। এরপর পুরো স্টেডিয়ামের গ্যালারি ছেপে যায় লাল-সবুজ জার্সি ও পতাকাতে। দেখে মনে হচ্ছে, এটি যেন বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।
তবে টিকিট কিনতে বেশ খরচও করতে হয়েছে ক্রিকেটপ্রেমিদের। ৪০ পাউন্ডের টিকিট ৭০-৮০ পাউন্ড দিয়ে কিনেছেন সমর্থকরা। আবার ৬০ পাউন্ডের টিকিট ১২০ পাউন্ড দিয়ে কিনতে হয়েছে তাদের। সমর্থকরা জার্সি পরে, গায়ে-মাথায় লাল-সবুজের পতাকা জড়িয়ে, টাইগারদের প্রতিকৃৃতি নিয়ে গ্যালারিতে উপস্থিত হয়েছেন তারা। মাঠে প্রবেশ করতে পেরে খুবই খুশী এক দর্শক বলেন, ‘লন্ডনে ৫ বছর ধরে আছি আমি। এই বিশ্বকাপের সূচি হবার পর থেকেই লন্ডনে বাংলাদেশের ম্যাচগুলো দেখার লক্ষ্য নির্ধারন করি। তবে অনেক দাম দিয়ে টিকিট কিনতে হয়েছে। অনলাইনেও সহজে টিকিট পাওয়া যাচ্ছিলো না। কারন অনেকেই অন-লাইনে চেষ্টা করছিলো। তবে যাই হোক, দেশের খেলা মাঠে বসে দেখতে পারছি এতেই খুশী আমি।’
শুধুমাত্র টিকিটই নয়, বাংলাদেশের জার্সিও অনেক দাম দিয়ে কিনতে হয়েছে লন্ডনে ব্যবসা করা সিলেট প্রবাসি রহমান মুস্তফাকে। তিনি বলেন, ‘জার্সির দামও বেশ চড়া দিয়ে কিনতে হয়েছে। তবে এসব নিয়ে খুব বেশি চিন্তিত নই। সাকিব-মশরাফিদের উৎসাহ দিতে পারার সুযোগ পেয়ে খুশি আমি। আর যদি ম্যাচটি জিতেই যাই, তবে এখানে আনন্দের জোয়ার বসবে।’