বাসস ক্রীড়া-১৮ : আফগানিস্তানের সংগ্রহ ২০৮ রান

531

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-বিশ্বকাপ
আফগানিস্তানের সংগ্রহ ২০৮ রান
লন্ডন, ১ জুন, ২০১৯ (বাসস) : ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলমান আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
ব্রিস্টলে এ ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান উভয় দল। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। তবে শুরুটা মোটেই ভাল হয়নি দ্বিতীয়বারের মত ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে নামা উপমহাদেশের দল আফগানিস্তানের। নাথান কালটার নাইল এবং এডাম জাম্পা উভয়ে তিনটি করে এবং স্টয়নিস ২ উইকেট নিলে ৩৮.২ওভারে থেমে যায় আফগানিস্তান। দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। ব্যক্তিগত ও দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারায় তারা। ব্যক্তিগত ৪৩ দলীয় ৭৫ রানে রহমত শাহ আউট হলে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। এরপর ২২ বলে ব্যক্তিগত ৭ ও দলীয় ৭৭ রানে মোহাম্মদ নবী আউট হলে পঞ্চম উইকেট হারায়। এরপর দলকে টেনে তোলেন মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান নজিবুল্লাহ জাদরান এবং অধিনায়ক গুলবাদিন ৭৭ থেকে দলকে ১৬০ রান এনে দিয়ে আউট হন নাইব। ৩২ বলে ৩১ রান করে স্টয়নিসের শিকার হওয়ার আগে চারটি বাউন্ডারি ও একটি ওভার ভাউন্ডারি হাঁকান তিনি। ২ রান পরই বিদায় নেন ইনিংসের একমাত্র সেঞ্চুরিয়ান নজিবউল্লাহ জাদরান। ৪৯ বল মোকাবেলায় সাত বাউন্ডারি ও দু ইবাউন্ডারি মেওে স্টয়নিসের শিকার হন তিনি। এমন অবস্থায় দুইশ রানের নিচে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হলে বোলার রশিদ খানে ঝড়ো ইনিংসের সুবাদে সেটা আর হয়নি। ১১ বল মোকাবেলায় দুই বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারিতে ২৭ রান করে অসি স্পিনার এডাম জাম্পার শিকার হন রশিদ। দলের স্কোর দাড়ায় ৯ উইকেটে ২০৫। রশিদকে যথার্থ সঙ্গ দেয়া আরেক বোলার মুজিব উর রহমান ৯ বলে ১৩ রানে আউট হলে থেমে যায় আফগানিস্তানের ইনিংস।
বাসস/স্বব/২২১০/-নীহা