মুন্সীগঞ্জের মেঘনায় ৪০ যাত্রী নিয়ে ট্রলার ডুবি

340

মুন্সীগঞ্জ, ৩১ মে, ২০১৯ (বাসস) : জেলার চরকিশোরগঞ্জ এলাকার বালুঘাটের কাছে মেঘনা নদীতে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি ট্রলার ডুবি হয়েছে।
ডুবে যাওয়া ট্রলারে প্রায় ৪০ জন যাত্রী ছিল বলে জানা যায়। এদের বেশীরভাগই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ছিলেন।
কোস্টগার্ডের পেটি অফিসার মাসুদুল হাসান জানান, অপর একটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে য়ায়। তবে নিখোঁজের কোন খবর এখনও পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, ট্রলার যাত্রীদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, মুন্সীগঞ্জের পাশর্^বর্তী হওয়ায় কোস্টগার্ডের পাশাপাশি ঘটনাস্থলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এবং সদরের ইউএনওকে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখনও কোন নিখোঁজের খবর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সকল আরোহীই তীরে উঠতে সমর্থ হয়েছে।