বাসস দেশ-২৪ : তামাক নিয়ন্ত্রণে ডিএনসিসি’র বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি

154

বাসস দেশ-২৪
তামাক-বাজেট-প্রতিশ্রুতি
তামাক নিয়ন্ত্রণে ডিএনসিসি’র বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি
ঢাকা,৩০ মে,২০১৯(বাসস):তামাক নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ ও মোবাইল কোর্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের(ডিএসসিসি)প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: মোমিনুর রহমান মামুন।
বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে আজ গুলশান-২ ডিএনসিসির সভাকক্ষে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অগ্রগতি ও পরবর্তী করণীয়’ বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতির কথা বলেন।
ডিএনসিসি ও ঢাকা আহ্ছানিয়া মিশন এই আলোচনা সভার আয়োজন করেন।
উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মিশনের সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো: মোখলেছুর রহমান।
সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব, বিভিন্ন বিভাগীয় প্রধান,আঞ্চলিক নিবার্হী কর্মকর্তাবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক ও বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।
বাসস/সবি/এসএস/১৮৩০/এসই