জয়পুরহাটে জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী অনুষ্ঠিত

584

জয়পুরহাট, ২৮ মে, ২০১৯ (বাসস) : নিরাপদ ফসল উৎপাদনে জৈব সার ব্যবহার এবং রাসায়নিক বালাইনাশকের ব্যবহার হ্রাস বিষয়ক এক জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদশর্নী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
কুমড়া জাতীয় ১৭ প্রকার সবজি ফসলের ক্ষতিকারক ফলছিদ্রকারী মাছি পোকা দমনে ফেরোমন ফাঁদ ও জৈব বালাইনাশক ব্যবহারের প্রযুক্তিসমূহ সম্প্রসারণের উদ্দেশ্যে ‘পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন’ প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি অফিস এই প্রদশর্নীর আয়োজন করে।
সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের তেঘরবিশা গ্রামে আয়োজিত জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
বালাই ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কৃষিবিদ সেরাজুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা তাসলিমা খাতুন এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।