নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন বৃহস্পতিবার

595

নয়া দিল্লী, ২৬ মে, ২০১৯ (বাসস) : নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন আগামী ৩০ মে (বৃহস্পতিবার)।
এ লক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ওই দিন সন্ধ্যা ৭ টায় তাকে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আজ রাষ্ট্রপতির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭ টায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
তবে শপথ অনুষ্ঠানের অতিথিদের তালিকা সরকার এখনও প্রকাশ করেনি।
গত ২০১৪ সালের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ সার্কভূক্ত (সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
এর আগে শনিবার এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স) নেতৃবৃন্দ মোদিকে তাদের সংসদ নেতা নির্বাচন করার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নরেন্দ্র মোদিকে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ভারতীয় সংবিধানের ৭৫ (১) ধারার ক্ষমতাবলে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন।
রাষ্ট্রপতি আমন্ত্রণপত্রে মোদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার হবু সদস্যদের নাম তাঁকে জানানোর এবং সদস্যদের রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের একটি তারিখ ও সময় অবহিত করার অনুরোধ জানান।