কুড়িগ্রামে পাঁচ মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

222

কুড়িগ্রাম, ২৬ মে ২০১৯ (বাসস) : জেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাংস বিক্রির অভিযোগে পাঁচ মাংস ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে পুলিশ ও বিজিবি’র সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় তার সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কুড়িগ্রাম পৌরবাজারে গরুর মাংস নির্ধারিত ৪৮০ টাকার স্থলে পাঁচশ’ টাকার মূল্য তালিকা সাঁটানোর অভিযোগে ৩ মাংস ব্যবসায়ীকে ১৫হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা এবং খলিলগঞ্জ বাজারে নির্ধারিত মূল্যের অধিক দামে মাংস বিক্রির অভিযোগে দুজন বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।