জয়পুরহাটে ৮৪ হাজার ১শ’ ৫৭টি পরিবার পাবে ভিজিএফ চাল

227

জয়পুরহাট, ২৬ মে, ২০১৯ (বাসস) : পবিত্র রমযান মাস ও ঈদ-উর ফিতর উপলক্ষে ২০১৮-২০১৯ অর্থ বছরের ভিজিএফ কর্মসূচীর আওতায় জয়পুরহাট জেলায় ৮৪ হাজার ১শ ৫৭টি পরিবারের জন্য এক হাজার ২ শ ৬২ দশমিক ৩৫৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
ইতোমধ্যে এ চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম জানান, অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় সরকার এবারও ভিজিএফ খাদ্যশস্য সহায়তা কার্ডের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঈদের আগেই এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি জানান, প্রতিটি ভিজিএফ কার্ডের বিপরীতে ১৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবার চিহ্নিত করার জন্য ১২টি শর্ত দেয়া হয়েছে। যার মধ্যে কমপক্ষে ৪টি শর্ত পুরন করতে হবে।
জেলার পাঁচটি উপজেলার ৩২ টি ইউনিয়নের ৬৪ হাজার ১ শ ৩২টি দঃুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরনের জন্য ৯ শ’ ৬১ দশমিক ৯৮ মেট্রিক টন চাল্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও পাঁচটি পৌরসভার ২০ হাজার ২৫ টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন ৩ শ’ দশমিক ৩৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে ।