নড়াইলে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু

190

নড়াইল, ২৬ মে, ২০১৯ (বাসস) : জেলার সদর খাদ্য গুদামে কৃষকের কাছ আজ থেকে থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর খাদ্য গুদাম কর্মকর্তা মো. তৈয়েবুর রহমান প্রমুখ।
খাদ্য অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট একহাজার ৪’শ ৫৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ৬’শ ২২ মেট্টিক টন, লোহাগড়ায় ২’শ ৬৪ মেট্টিক টন এবং কালিয়ায় ৫’শ ৩৩ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে।