বাসস দেশ-২৩ : চট্টগ্রাম চেম্বারে ‘প্রমোটিং গ্রীন টেকনোলজি ইন বাংলাদেশী ইন্ডাস্ট্রি’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

332

বাসস দেশ-২৩
চেম্বার-গোলটেবিল
চট্টগ্রাম চেম্বারে ‘প্রমোটিং গ্রীন টেকনোলজি ইন বাংলাদেশী ইন্ডাস্ট্রি’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
চট্টগ্রাম, ২৫ মে, ২০১৯ (বাসস) : চট্টগ্রাম চেম্বারে ‘প্রমোটিং গ্রীন টেকনোলজি ইন বাংলাদেশী ইন্ডাষ্ট্রি : অপরচ্যুনিটিস এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটিশ কাউন্সিল’র আওতাধীন প্রমোটিং নলেজ ফর একাউন্টেবল সিস্টেম (পিআরওকেএএস)’র সহায়তায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলাপমেন্ট (বিল্ড) এবং বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডি (বিসিএএস) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আজ শনিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক- চট্টগ্রামের নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাসের, পরিবেশ অধিদপ্তর- চট্টগ্রামের পরিচালক মো.আজাদুর রহমান মল্লিক, বিল্ড’র সিইও ফেরদৌস আরা বেগম, পিআরওকেএএস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ফরহাদ হোসেন, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, নবনির্বাচিত পরিচালক এস. এম. আবু তৈয়ব প্রমুখ বক্তব্য রাখেন।
মাহবুবুল আলম বলেন, মধ্য আয়ের দেশ এবং ক্রমান্বয়ে উন্নত দেশে পরিণত করতে হলে বাংলাদেশে অবশ্যই শিল্পায়ন বৃদ্ধি করতে হবে- যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।
তিনি বলেন, তৈরি পোশাক রপ্তানিতে ৫০ বিলিয়ন ডলারসহ অন্যান্য সম্ভাবনাময় শিল্প চামড়া ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং ইত্যাদি শিল্পে প্রচুর অগ্রগতি সাধিত হবে।
মাহবুবুল আলম বলেন, বর্তমান সরকার সবুজ প্রযুক্তিকে সহায়তা করার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে। যার মধ্যে হ্রাসকৃত হারে কর্পোরেট ট্যাক্স আদায়, গ্রীন ইন্ডাস্ট্রিজ’র ক্ষেত্রে ক্যাপিটাল মেশিনারীজ আমদানিতে শুল্ক সুবিধা প্রদান এবং বিশেষ অর্থায়ন উল্লেখযোগ্য।
বাসস/জিই/এসকেবি/বিকেডি/২০১৮/জেহক