বাসস দেশ-১১ : উত্তর বঙ্গের মানুষের যাতায়াতকে নিরাপদ করার জন্যই ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন সার্ভিস : রেলমন্ত্রী

136

বাসস দেশ-১১
সুজন-ট্রেন সার্ভিস
উত্তর বঙ্গের মানুষের যাতায়াতকে নিরাপদ করার জন্যই ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন সার্ভিস : রেলমন্ত্রী
দিনাজপুর, ২৫ মে, ২০১৯ (বাসস) : বৃহত্তর দিনাজপুরের মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড়-ঠাকুরগাঁও- দিনাজপুরের মধ্যে বিরতীহীন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সার্ভিসের উদ্বোধন করেছেন।
আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনে পঞ্চগড়-ঢাকা রুটে বিরতীহীন ট্রেন সার্ভিস পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন শেষে প্লাটফর্মে অপেক্ষমান যাত্রী ও জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন একথা বলেন।
রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণ ও দুঃখ দূর করতে সব সময় সজাগ ও সচেষ্ট। মানুষের যাতায়াতকে নিরাপদ ও সুবিধাজনক করার জন্যই বিরতীহীন ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন।
নুরুল ইসলাম সুজন বলেন, বৃহত্তর দিনাজপুরের ৩ জেলার মানুষের যাতায়াতকে সুবিধাজনক ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সর্বোচ্চ দূরত্বের ট্রেন সার্ভিস বিরতীহীনভাবে যাতায়াত করবেন।
তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনগণকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এসময় দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ও পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৬৫৫/কেজিএ