শরীয়তপুরে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু

169

শরীয়তপুর, ২৫ মে, ২০১৯ (বাসস) : জেলায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ বিষয়ে ৩ দিনব্যাপী এসএমই কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলার ৬ উপজেলার ৩০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
শনিবার সকাল ১১ টায় খামারবাড়ী শরীয়তপুরের সম্মেলনকক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শরীয়তপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিফাতুল হোসাইন।
কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন- জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন ও ভেদরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন কুমার ঘোষ।