মেহেরপুরের বাজারে উঠেছে মৌসুমী ফল লিচু

527

মেহেরপুর, ২৪ মে ২০১৯ (বাসস) : সুস্বাদু মৌসুমী ফল লিচুতে ভরে গেছে মেহেরপুরের বাজার। ব্যাপক চাহিদার কারণে বাজারে আসতে আসতেই ফুরিয়ে যাচ্ছে ফরমালিনমুক্ত লিচু।
ইতিমধ্যেই স্থানীয় মোজাফ্ফরপুরী জাতের (আটি) লিচু বাজারে উঠছে। পাশাপাশি, বোম্বাই, চায়না, বারি-৩ জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে।
মেহেরপুরে জেলা খামারবাড়ির উপপরিচালক ড. আক্তারুজ্জামান জানান, এ বছর জেলায় ৩শ’ ৯৫ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। এবছর বোম্বাই, মাদ্রাজি, চায়না-৩, মঙ্গলবাড়ি, মোজাফ্ফরপুরী, বেদানা লিচু, বারি লিচু-১, বারি লিচু-২, বারি লিচু-৩ জাতের লিচু পাওয়া যাচ্ছে।