বাসস ক্রীড়া-১১ : ২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা

376

বাসস ক্রীড়া-১১
বিশ্বকাপ-২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা
মস্কো, ১৩ জুন, ২০১৮ (বাসস/এএফপি): যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। মস্কোতে আজ বুধবার ফিফা সদস্যদের ভোটে মরক্কোকে হারিয়ে এ তিন দেশ আয়োজক হওয়ার স্বীকৃতি লাভ করে।
আগামীকাল শুরু হতে যাওয়া ২০১৮ বিশ্বকাপের আগে মস্কোতে ফিফা কংগ্রেসে মোট ২০৩ ভোটের মধ্যে ১৯৯ ভোট পড়ে। যার মধ্যে উত্তর আমেরিকার তিন দেশ ভোট পায় ১৩৪টি। মরক্কো পায় ৬৫ ভোট।
সর্বশেষ ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের পর প্রথমবারের মত উত্তর আমেরিকায় ফিরছে ফুটবলের বিশ্ব ইভেন্ট।
আধুনিকতা, সুন্দর স্টেডিয়াম এবং উন্নত যাতায়াত ব্যবস্থার কারণে ডেলিগেটসরা উচ্চস্বরে উত্তর আমেরিকাকে সমর্থন জানায়।
পক্ষান্তরে আফ্রিকায় একটি ‘ইউরোপিয়ান’ বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুত দেয় মরক্কো।
বাসস/এএফপি/স্বব/১৮২৫/এমএইচসি