যুদ্ধ নয়, বাধা দিতেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান : পেন্টাগণ প্রধান

266

ওয়াশিংটন, ২২ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন প্রতিরক্ষা প্রধান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে ঠেকানোর চেষ্টা করছে, যুদ্ধ শুরু করছেনা। কংগ্রেস সদস্যদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এমন কথা বললেন। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শনাহান সাংবাদিকদের বলেন, ‘এটা যুদ্ধ নয়, বাধা। আমরা যুদ্ধে জড়াতে যাচ্ছিনা।’
ইরানের হুমকি মোকাবেলায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের নেয়া কঠোর পদক্ষেপের কৃতিত্ব শনাহানের। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে উপসাগরীয় অঞ্চলে এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন।
শনাহান বলেন, ‘আমরা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের বিরুদ্ধে হামলা ঠেকিয়েছি।’
তিনি বলেন, ‘এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ইরানের ভুল পদক্ষেপ মোকাবেলাকে। আমরা চাই না পরিস্থিতির অবনতি ঘটুক।’
পম্পেও বলেন, তিনি ও শনাহান ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর তাদের বিগত ৪০ বছরের সন্ত্রাসী তৎপরতার আলোকে তেহরানের কর্মকান্ড তুলে ধরেন।
এই ব্রিফিংয়ে ডেমোক্রেট দলের অনেকই সন্তুষ্ট হতে পারেনি। তারা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আগ্রাসনমূলক অবস্থান এবং কূটনীতি পরিহারের ফলে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পেতে আগ্রহী সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ‘এ ব্যাপারে আমি অনেক চিন্তিত যে উদ্দেশ্যমূলকভাবে বা উদ্দেশ্যহীনভাবে আমরা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে পারি যাতে একটি যুদ্ধও বেঁধে যেতে পারে।’