রেলমন্ত্রীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন : ঘরমুখো যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

446

ঢাকা, ১৩ জুন, ২০১৮ (বাসস) : রেলমন্ত্রী মো. মুজিবুল হক আজ কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন।
এ সময় তিনি সেখান থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের শুভেচ্ছা জানান। রেলমন্ত্রী রাজশাহী গামী সিল্কসিটি ও চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
পরে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে যাত্রীদের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। যাত্রীরা যেন নির্বিঘেœ ঈদ পালন করে আবার ঢাকায় ফিরে আসতে পারে তার সকল ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এ জন্য রেল কতৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটিও বাতিল করেছে।
মো. মুজিবুল হক সাংবাদিকদের জানান, বিকেল ৩টা পর্যন্ত ৩০টি ট্রেন ছেড়ে গিয়েছে। তার মধ্যে ২টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেছে। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে।
রেলওয়ে সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন ও সংশ্লিষ্ট ঊর্ধŸতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।