বাসস ক্রীড়া-১৫ : ২০২০ সালে অবসর নেবেন পিজারো

306

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-পিজারো
২০২০ সালে অবসর নেবেন পিজারো
বার্লিন, ২১ মে ২০১৯ (বাসস/এএফপি) : ২০২০ সালে ৪১ বছর বয়সে ফুটবল থেকে অবসর গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ডার ব্রেমেনের পেরুভিয়ান স্ট্রাইকার ক্লদিও পিজারো।
৪০ বছর বয়সি এই ফুটবলার শনিবার ওয়ার্ডার ব্রেমেনের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছরের জন্য বাড়িয়ে নিতে সম্মত হয়েছেন। এর পর ইউরোপীয় ফুটবলে দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের অবসান ঘটাবেন তিনি।
নীচের বিভাগের লীগের ক্লাব পাপেনবার্গের সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহনের পর পিজারো বলেন, ‘আগামী মৌসুমটিই হবে আমার শেষ মৌসুম। ভাল অবস্থানে থাকা অবস্থায় আমি ক্যারিয়ারের অবসান ঘটাতে চাই। বর্তমানে ব্রেমেনে চতুর্থ বারের মেয়াদ পার করছেন পিজারো। যেখানে তিনি প্রথম যোগ দিয়েছিলেন ১৯৯৯ সালে। বুন্দেসলিগায় ব্রেমেন, বায়ার্ন মিউনিখ ও কোলনের হয়ে এ পর্যন্ত ৪৭২টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১৯৭টি।
শনিবার চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পর বদলী হিসেবে মাঠে নেমে গোল করেছেন এই পেরুভিয়ান। তার দেয়া গোলে আরবি লিপজিগের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করেছে ব্রেমেন।
বাসস/এএফপি/এমএইচসি/১৮১০/মোজা/নীহা