ঢাবি ছায়ানীড় শিশু যত্ন কেন্দ্রে শিশুদের জন্মদিন পালন

640

ঢাকা, ২১ মে, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে অবস্থিত ছায়ানীড় শিশু যত্ন কেন্দ্রের শিশুদের প্রতীকী জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ছায়ানীড় শিশু যত্ন কেন্দ্রের শিশুদের সাথে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার, কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. নূরজাহান সরকার এবং অধ্যাপক ড. নূরুন্নাহার ফয়জুন্নেসার কন্যা নাজিয়া জাবিন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক ড. নূরুন্নাহার ফয়জুন্নেসার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, অধ্যাপক ড. নূরুন্নাহার ফয়জুন্নেসা এই ছায়ানীড় শিশু যত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, শিশুদের সাথে সময় কাটানো বা শিশুদের জন্য কিছু করা সৌভাগ্যের ব্যাপার। তাই এই কেন্দ্রের সাথে যারা জড়িত তারা সৌভাগ্যবান।
তিনি বলেন শিশুদের যদি আমরা ভালবাসা ও মমতা দিতে পারি তাহলে তারা ভাল মূল্যবোধ নিয়ে বড় হবে।
২১ মে অধ্যাপক ড. নূরুন্নাহার ফয়জুন্নেসার জন্মদিন উপলক্ষে এই কেন্দ্রের শিশুদের প্রতীকী জন্মদিন পালন করা হয়।