এডিবিকে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান মোমেনের

642

ঢাকা, ২০ মে, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)কে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরে বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতার কথা বিবেচনা করে তাদের জন্য প্রয়োজনীয় তহবিল ও অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি’র আবাসিক পরিচালক মনমোহন প্রকাশ আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান এবং ১০ কোটি মার্কিন ডলার অনুদান দেয়ার জন্য এডিবিকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে মোমেন বর্তমান সরকারের চলমান বিভিন্ন মে প্রকল্পের কথা তুলে ধরে এডিবির অব্যাহত সহায়তা কামনা করেন।
তিনি জলবিদ্যুৎ উৎপাদন ও আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চাচালন ও বিতরণসহ আঞ্চলিক অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য এডিবি পরিচালকের কাছে অনুরোধ জানান।
পররাষ্ট্রমন্ত্রী এসএএসইসি কর্মসূচির মাধ্যমে আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের প্রশংসা করেন।
প্রকাশ বলেন, এডিবি বিশেষ করে অবকাঠামো ও দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশকে প্রবৃদ্ধি ও উন্নয়নের উন্নত পর্যায়ে নিয়ে যেতে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়।
এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে দক্ষতা উন্নয়নসহ অন্যান্য আর্থ-সামাজিক ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।