ভারতের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২০

875

নয়াদিল্লী, ১৩ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের উত্তরাঞ্চলে বুধবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোড ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসটির এ দুর্ঘটনা ঘটে।
এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
উত্তরপ্রদেশের মাইনপুরী জেলায় স্থানীয় সময় ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
মাইনপুরী জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার টেলিফোনে বলেন, রোড ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসটির এ দুর্ঘটনা ঘটে।
বাসটি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে উত্তর প্রদেশের কানুজ জেলায় যাচ্ছিল।
দুর্ঘটনার সময় বাসে প্রায় ৯০ যাত্রী ছিল।
আহতদের মাইনপুরী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বেড়ে যাবার আশঙ্কা করা হচ্ছে।