সিলেট সিটির জন্য ৭৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

1104

সিলেট, ১২ জুন, ২০১৮ (বাসস) : ২০১৮-১৯ অর্থ বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশনে (এসসিসি) ৭৪৮ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে।
এসসিসি মেয়র আরিফুল হক চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতসমূহের মধ্যে রয়েছে : হোল্ডিং ট্যাক্স ১৭ কোটি ৬৫ লাখ ৪৪ টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণের ওপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার ওপর কর ৮ কোটি ৫০ পঞ্চাশ লক্ষ টাকা, বিজ্ঞাপনের ওপর কর ১ কোটি টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ভাড়া বাবদ ৮০ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে আয় ৮০ লাখ টাকা এবং পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ ৩ কোটি ৫০ লাখ টাকা।
মেয়র আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে বাজেট বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে সর্বমোট ৮৭ কোটি ৪৮ লাখ ১৫ হাজার টাকা আয় হবে।
এদিকে বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ৬১ কোটি ৪২ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এরমধ্যে সাধারণ সংস্থাপন খাতে ২৯ কোটি ৯০ লাখ টাকা, শিক্ষা ব্যয় খাতে ১ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান খাতে ২ কোটি ৬৫ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী ব্যয় বাবদ ১০ কোটি ৬৫ লাখ টাকা, রাস্তা আলোকিতকরণ ব্যয় বরাদ্দ ২ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয় সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্প হাউজ, মেশিন, পাইপ লাইন মেরামত ও সংস্কার সহ সর্বমোট ১১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
মেয়র বলেন, বাজেটে রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন ব্যয় বাবদ মোট ৫৩ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া সরকারী উন্নয়ন কর্মসূচি (এডিপি) ব্যয় খাতে ২০ কোটি টাকা, সরকারী বিশেষ মঞ্জুরি খাতে ৪০ কোটি টাকা, অনান্য প্রকল্প মঞ্জুরী বাবদ ১ কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প ব্যায় ১০০ কোটি টাকা, সিলেট মহানগরীর ১১-টি ছড়া সংরক্ষণ ও আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ১১৬ কোটি টাকা রয়েছে।
দক্ষিণ সুরমা বাস টার্মিনাল আধুনিকায়ন প্রকল্প ৫০ কোটি টাকা, দক্ষিণ সুরমায় জমি অধিগ্রহণের মাধ্যমে ট্রাক টার্মিনাল নির্মাণ প্রকল্প খাতে ব্যয় ১ কোটি ৫০ লাখ টাকা, দক্ষিণ সুরমা এম সাইফুর রহমান পার্কে রাইড স্থাপন প্রকল্প ১৫ কোটি টাকা এবং বিভিন্ন ছড়া খনন ও প্রতিবন্ধকতা অপসারণ প্রকল্প খাতে ব্যয় ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া নগরীর জলাবদ্ধতা হ্রাসকরণ প্রকল্প খাতে ব্যয় ৩ কোটি টাকা, সিটি কর্পোরেনশনের বিভিন্ন উন্নয়ন ও অন্যান্য কাজে জমি অধিগ্রহণ বাবদ ৭০ কোটি টাকা, উৎপাদন নলকুপ স্থাপন ৩ কোটি টাকা, পানির লাইন স্থাপন ৫ কোটি টাকা, ২৭-টি ওয়ার্ডে কাউন্সিলরগণের স্থায়ী অফিস স্থাপন প্রকল্প খাতে ব্যয় বাবদ ২ কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব ফিলিং ষ্টেশন স্থাপন খাতে ব্যয় ২ কোটি টাকা, এমজিএসপি প্রকল্প খাতে ব্যয় বরাদ্দ করা হয়েছে ২০ কোটি টাকা।
অন্যদিকে বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা স্যানিটারী ল্যান্ড ফিল্ড নির্মাণ প্রকল্প খাতে ব্যয় ৫০ কোটি টাকা, আরবান প্রাইমারি এনভায়রন সেন্টার হেল্থ সেক্টর ডেভেলাপমেন্ট প্রকল্প খাতে ব্যয় ৫০ কোটি টাকা, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প খাতে ব্যয় ৫০ লক্ষ টাকা, বিশ্বব্যাংকের অর্থায়নে আরবান রেজিলেন্স প্রকল্পের আওতায় ইসিও নির্মাণ প্রকল্প ২ কোটি ৫০ লক্ষ টাকা, সিলেট মহানগরীর সুয়্যারেজ মাস্টার প্লান এর ফিজিবিলিটি ষ্টাডিকরণ প্রকল্প ৬ কোটি ৬৩ লক্ষ টাকা, ৫০ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য ১২.৭২ একর জমি অধিগ্রহণ খাতে ব্যয় ৫ কোটি টাকা, নগরীর বস্তি সমুহের উন্নয়ন প্রকল্প খাতে খাতে ব্যায় ৫০ লক্ষ টাকা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব উন্নয়ন প্রকল্প খাতে মার্কেট নির্মাণ বাবদ প্রাপ্ত সালামী ও সিটি কর্পোরেশন আবাসিক প্রকল্পের নির্মাণ ব্যয় গ্রহণ বাবদ মোট ১৮ কোটি টাকা ধরা হয়েছে।
এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক নির্মাণ ও সৌন্দয্যবর্ধনে সিটি কর্পোরেশনের পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র আরিফুল হক চৌধুরী।