বাসস দেশ-২২ : তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

682

বাসস দেশ-২২
মোস্তফা-ম্যারি
তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১২ জুন, ২০১৮ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি এ্যানিক বরডিন আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে তার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের অফিস কক্ষে সাক্ষাৎ করেন।
এ সময়ে তাঁরা দুই দেশের পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নিয়ে আলোচনা করেন। এছাড়া তাঁরা তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সের থ্যালেস এলিনিয়া স্পেস এর সিনিয়র সেলস ডাইরেক্টর স্যান্ডি গিলিলিও এবং জিইও প্রোগ্রামসের ভাইস প্রেসিডেন্ট রেনি লি থিউস ।
ফ্রান্সের রাষ্ট্রদুত বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অভাবনীয় উন্নয়নে বর্তমান সরকারের প্রশংসা করেন।
বাসস/সবি/এমএন/২১৩৮/এবিএইচ