বাজিস-১১ : নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাস দোকানে, চালক নিহত-১, আহত-১৭

688

বাজিস-১১
নোয়াখালী-দুর্ঘটনা
নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাস দোকানে, চালক নিহত-১, আহত-১৭
নোয়াখালী, ১২ জুন ২০১৮ (বাসস) : জেলার সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট বাজারে ঢাকা-নোয়াখালী সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে বাসের চালক মো. পারভেজ (২৯) নিহত ও অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছে। আজ সকাল ৬টায় এ দুর্ঘটনার ঘটে।
মো. পারভেজ সোনাইমুড়ী উপজেলার আমকি এলাকার আব্দুর রহিমের ছেলে। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা হিমাচল এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী বাস সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চালক মো. পারভেজ নিহত ও অন্তত ১৭জন যাত্রী আহত হয়েছে। বাসের ধাক্কায় ৬/৭টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/মমআ/২০০৬/মরপা