বাজিস-১০ : ভোলার তজুমুদ্দিনে নতুন বিদ্যুৎ পেল ১৬০টি পরিবার

385

বাজিস-১০
ভোলা-গ্রাম-বিদ্যুতায়ন
ভোলার তজুমুদ্দিনে নতুন বিদ্যুৎ পেল ১৬০টি পরিবার
ভোলা, ১২ জুন, ২০১৮ (বাসস) : জেলার তজুমুদ্দিন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে আজ ১৬০টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অন্নদাপ্রসাদ গ্রামে স্থানীয় সংসদ সদস্য (ভোলা-৩) নুরুন্নবী চৌধুরী শাওন বিদ্যুতায়নের উদ্বোধন করেন। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির তত্বাবধানে ৪ দশমিক ২১ কিলোমিটার নতুন এ বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয়েছে ৫০ লাখ ৫২ হাজার টাকা।
এসময় এমপি শাওন বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। টানা দ্বিতীয় মেয়াদ পর্যন্ত সরকারের ধারাবাহিকতা বজায় থাকার কারণে ভোলা তথা সারা দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগের ফলে পল্লী অঞ্চলের প্রত্যন্ত এলাকা আজ আলোর জনপদে রূপান্তর হচ্ছে। স্বল্পমূল্যে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে। চলতি বছরের মধ্যে সমগ্র জেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। এসময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন, যুগ্ন-সাধারন সম্পাদক মোকলেছুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কাশেম মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন বিশ্বাস।
এর আগে এমপি শাওন একই ইউনিয়নের ২২’শ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল ও ১ হাজার অসহায় নারীর মাঝে শাড়ি বিতরন করেন।
বাসস/এইচএএম/১৯৩০/মমআ/-মরপা