দক্ষিণ কোরিয়ায় ‘যুদ্ধের খেলা’ বন্ধ করবো : ট্রাম্প

466

সিঙ্গাপুর, ১২ জুন, ২০১৮ (এএফপি/বাসস) : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোরীয় উপদ্বীপে সামরিক মহড়া বন্ধ করবে। খবর এএফপি’র।
ওয়াশিংটন ও সিউল নিরাপত্তা জোট প্রতিবেশীর কাছ থেকে প্রতিরক্ষার জন্য ১৯৫০ সালে দখলের পর থেকে দক্ষিণ কোরিয়ায় ৩০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন করে।
প্রতিবছর এই জোট যৌথভাবে সামরিক মহড়ার আয়োজন করে এবং এতে উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়, তারা দীর্ঘদিন যাবত এই মহড়া বন্ধের দাবি করে আসছে এবং এ জন্য প্রায়ই দুই পক্ষ নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে উত্তেজনা সৃষ্টি করছে।
সংবাদ মাধ্যমকে ট্রাম্প বলেন, আমরা যুদ্ধের খেলা বন্ধ করবো, এর ফলে বিপুল অর্থের সাশ্রয় হবে।
পিয়ংইয়ং-এর ঐতিহাসিক উক্তির প্রতিধ্বনি করে তিনি বলেন, আমি মনে করি খুবই উস্কানিমূলক।
এ পর্যায়ে আমরা একটি পূর্ণাঙ্গ চুক্তির বিষয়ে আলোচনা করছি উল্লেখ করে তিনি বলেন, এটি যুদ্ধ খেলার জন্য অনুপযুক্ত। প্রথমত আমরা অনেক অর্থ বাঁচাচ্ছি এবং দ্বিতীয়ত এটি আসলেই কিছু তারা যার প্রশংসা করেন।
এই পদক্ষেপ উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার অবসান ঘটাতে পারবে।
এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম পরীক্ষার ওপর স্থগিত ঘোষণা করে জানায়, তার পারমাণবিক অস্ত্রের উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।