কুড়িগ্রামে ভুট্টাচাষে আগ্রহ বাড়াতে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

456

কুড়িগ্রাম, ১৭ মে ২০১৯ (বাসস) : জেলায় কৃষি উন্নয়ন প্রকল্পের টেকসই মাটি ব্যবস্থাপনার অংশ হিসেবে ওসিপি মিশ্রসারের মাধ্যমে লাভজনক ভুট্টাচাষের লক্ষ্যে আজ কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার তালুক কালোয়া গ্রামে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসরাণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইএফডিসি’র কৃষি বিশেষজ্ঞ ড. শাহরুখ আহম্মেদ, মৃত্তিকা বিজ্ঞানী মইনুল আহসান, মাঠ সমন্বয়কারী নাজমুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার প্রমুখ।
‘আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র’ (আইএফডিসি)-এর সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অর্ধ শতাধিক মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।