রাশিয়ার ভবিষ্যতের জন্য নাগরিকদের ভোট দেয়ার আহবান জানালেন পুতিন

344

মস্কো, ১৬ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দেশের ভবিষ্যত উন্নয়নের জন্য নাগরিকদের প্রতি ভোট দেয়ার আহবান জানিয়েছেন। খবর সিনহুয়ার।
ভোটারদের উদ্দেশে দেয়া এক বিশেষ ভাষণে পুতিন বলেন, ‘প্রিয় দেশবাসী, ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের প্রতি আহবান জানাচ্ছি যে রোববার ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দিন। আমাদের মহান ও প্রিয় দেশ রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।’
পুতিন বলেন, কনস্টিটিউশন অব রাশিয়ান ফেডারেশনে বলা হয়েছে যে, দেশের ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে জনগণ এবং ‘রাশিয়া ও আমাদের শিশুর ভবিষ্যৎ রাশিয়ার প্রত্যেক নাগরিকের ইচ্ছার ওপর নির্ভর করছে।’
উল্লেখ্য, রোববার অনুষ্ঠেয় এ নির্বাচনে পুতিন অপর সাতজন প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়লাভ করবেন বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।