বাসস দেশ-৪৩ : সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার অনুষ্ঠিত

637

বাসস দেশ-৪৩
সশস্ত্র বাহিনী-ইফতার
সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার অনুষ্ঠিত
ঢাকা, ১৬ মে, ২০১৯ (বাসস) : সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আয়োজন করা হয়। ইফতারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রি›িসপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী মোজাম্মেল হক সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্য এবং উপস্থিত অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় করেন ও ইফতারে শরিক হন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতারে অন্যান্যদের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সদস্যসহ উর্ধ্বতন অসামরিক ও সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/এমএআর/২৩১০/-এবিএইচ