বাসস দেশ-৩৪ : কলসিন্দুর স্কুল এন্ড কলেজের চুরির ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

562

বাসস দেশ-৩৪
চুরি-তদন্ত
কলসিন্দুর স্কুল এন্ড কলেজের চুরির ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
ঢাকা, ১৫ মে, ২০১৯ (বাসস) : ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল এন্ড কলেজের তালা ভেঙ্গে অফিস কক্ষে দুর্বৃত্তদের দেয়া আগুনে জাতীয় পর্যায়ে মেয়েদের ফুটবল প্রতিযোগিতায় পাওয়া সনদ পত্র ও পদক পুড়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালককে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও ধোবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, চুরির ঘটনাটি আজ দেশের গণমাধ্যমে প্রচারিত হলে মন্ত্রনালয় এ কমিটি গঠন করে।
বাসস/সবি/স্বব/২১৩৫/এএমটি/এবিএইচ