বাজিস-৮ : চট্টগ্রামের সীতাকুন্ডে স্ক্র্যাপ জাহাজে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৫

314

বাজিস-৮
চট্টগ্রাম-অগ্নিদগ্ধ-নিহত
চট্টগ্রামের সীতাকুন্ডে স্ক্র্যাপ জাহাজে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৫
চট্টগ্রাম, ১৫ মে, ২০১৯ (বাসস) : জেলার সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকায় আজ জাহাজ কাটার সময় আগুন লেগে গেলে অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম মো. রুবেল (২৭)। এসময় অগ্নিদগ্ধ হয় আরো ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলার বারআউলিয়া সাগর উপকূলে প্রিমিয়াম ট্রেডিং কর্পোরেশন নামে একটি শিপব্রেকিং ইয়ার্ডে অক্সি-অ্যাসিটিলিন গ্যাস দিয়ে জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- মামুন (২৭), জলিল (৩৭), মাসুদ (২২), সোহেল ( ২৫) ও রাকিব ( ৩২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, ইয়ার্ডে কর্মরত শ্রমিকরা আহতদের উদ্ধার করে সকাল ১০টায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। অন্যদের বার্ন ইউনিটে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
চিকিৎসকের বরাত দিয়ে আলাউদ্দিন আরো জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন পাঁচ শ্রমিকের শরীরের ৪০ থেকে ৪৫ ভাগ পুড়ে গেছে।
বাসস/সংবাদদাতা/২০১৫/এমকে