কুষ্টিয়ায় ‘এসডিজি’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

402

কুষ্টিয়া, ১৫ মে ২০১৯ (বাসস): স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা আজ কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে কর্মশালা সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার।
জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা, আইসিটি) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মশালায় রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মিসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।