চাঁদপুরে সাতহাজার ৭৮০ মে.টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

252

চাঁদপুর, ১৫ মে ২০১৯ (বাসস): জেলায় চলতি বোরো মৌসুমে প্রতিকেজি ৩৬ টাকা দরে ৫ হাজার ৬৫৪ মে.টন সিদ্ধ চাল, প্রতিকেজি ৩৫ টাকা ধরে ৩৫৫ মে.টন আতপ চাল, প্রতিকেজি ২৬ টাকা দরে ১ হাজার ৭৫৪ মে.টন বোরো ধান এবং প্রতিকেজি ২৮ টাকা দরে ১৭ মে.টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
আগামি ৩১ আগস্ট পর্যন্ত এই ধান-চাল-গম ক্রয় করা হবে। চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অনুমোদিত ১৭টি মিল এসব ধান-চাল সংগ্রহ করবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চুক্তিবদ্ধ মিল-মালিকরা গত ৭ মে তারিখ থেকে ধান-চাল ক্রয় শুরু হয়েছে। একজন তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে সর্ব্বোচ্চ তিন মে.টন চাল ক্রয় করা হবে।