আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

383

ডাবলিন, ১৫ মে, ২০১৯ (বাসস) : ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে বোলিং করছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়া ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজিত সিরিজে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। যে কারণে এ ম্যাচে সেরা একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনে মাঠে নামে বাংলাদেশ।
গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের দ’ুটিতেই সহজ জয় পায় টাইগাররা। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দুই ম্যাচের দুটিতেই পরাজিত হয় আইরিশরা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মাশরাফী বিন মুর্তজা (অধিনায়ক), সাব্বির রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন।
আয়ারল্যান্ড : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), জেমস ম্যাককোলাম, এন্ড্রু বলবির্নি, পল স্টার্লিং, কেভিন ও’ব্রায়েন, মার্ক আদাইর, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র‌্যানকিন, ব্যারি ম্যাককার্থি, জশ লিটল।