বাজিস-১০ : সিলেটে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

535

বাজিস-১০
সিলেট- মৃত্যুদন্ড
সিলেটে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
সিলেট, ১৪ মে ২০১৯ (বাসস) : জেলার বিশ্বনাথ উপজেলার বন্ধুয়া গ্রামের কিশোর তাজউদ্দিন হত্যা মামলায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম জানিয়েছেন, মামলার রায় হলেও ঘাতক আসামী নুরুল ইসলাম পলাতক রয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামে ২০১০ সালে ৯ আগস্ট মোবাইল চুরির জের ধরে সৃষ্ট বিরোধে ১৭ বছর বয়সী কিশোর তাজ উদ্দিন খুন হন। এ ঘটনায় এ ঘটনায় তাজ উদ্দিনের মা তৈয়রুন নেছা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হয়।
বাসস/সংবাদদাতা/২১২০/এমকে