পানি উন্নয়ন বোর্ড ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করছে

485

ঢাকা, ১৪ মে, ২০১৯ (বাসস) : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) হাইড্রোলজি জরিপ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে নব যুগে প্রবেশ করেছে। এ কাজে তারা ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করছে।
বাপাউবো মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান জানান, হাইড্রোলজিক্যাল সার্ভে কাজে সর্বাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ গড়ার সফলতার ধারাবাহিকতায় তারা একটি নতুন মাত্রা যোগ করেছে।
দেশব্যাপী এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নির্ভুল তথ্য পাওয়া যাবে এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এসকল তথ্য অত্যন্ত নির্ভুলভাবে কাজে লাগানো যাবে।
বোর্ডের গ্রীনরোডস্থ পানি বিজ্ঞান দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘হ্যান্ডস এন্ড ট্রেনিং অন ইন্সটোলেশন এন্ড অপারেশন অব হাইড্রোলজিক্যাল ইকুইপমেন্ট’ শীর্ষক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের বরেণ্য পানি বিশেষজ্ঞ ও হাইড্রলজি কাজে নিয়োজিত প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন। দেশবাসী এসব অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পূর্বে বোর্ডের প্রকৌশলীদের প্রশিক্ষণের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষিত করাই এই কর্মশালার লক্ষ্য।
বিডব্লিউসিএসআরপি কম্পোনেন্ট-বি এর প্রকল্প পরিচালক মো. সাইফুল হোসেনের সভাপতিত্বে আয়েজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাপাউবোর প্রধান প্রকৌশলী মো. এ কে মনজুর হাসান, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক মন্জুর মোর্শেদ, বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন আখন্দ ও আইডাবলুএম এর পরিচালক মো. আমিনুল ইসলাম।