বাসস দেশ-২৯ : মা সমাবেশে ‘মা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

355

বাসস দেশ-২৯
মা-মোড়ক উন্মোচন
মা সমাবেশে ‘মা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা, ১৩ মে, ২০১৯ (বাসস) : বিশ্ব মা দিবস উপলক্ষে ভাটিয়াল প্রকাশন আয়োজন করেছে মা সমাবেশ। একই অনুষ্ঠানে আরিফুল আমীন রিজভী সম্পাদিত মা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। রোববার ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফেনীতে প্রথম মা সমাবেশের আয়োজন হয়।
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ ও ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার, জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথী ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বাংলা বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মা’কে দেখার দায়িত্ব সন্তানের। পিতা-মাতার ভরণপোষণ সন্তানের অবশ্য কর্তব্য। জিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ বলেন, মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে সন্তানদের সজাগ করতে হবে। স্বাগত বক্তব্যে সম্পাদক আরিফুল আমীন রিজভী বলেন-‘মা’ গ্রন্থে দেশবরেণ্য লেখকসহ তিন প্রজম্মের ২৪ জনের চমৎকার কিছু লেখা স্থান পেয়েছে এতে।
সভাপতির বক্তব্যে বাসস-এর সিনিয়র সাব-এডিটর তানভীর আলাদিন বলেন, আমরা দেশে কোন বৃদ্ধাশ্রম চাই না, চাই না সেখানে ভীনদেশি কালচার অনুসরণে কোনো মা-বাবার বসবাস হোক। রিজভী সম্পাদিত ‘মা’ গ্রন্থের ভূয়সী প্রসংশা করে তিনি, বলেন, বিশ্ব মা দিবসে সন্তানরা মায়ের হাতে তুলে দেয়ার জন্য একটি বিশেষ মূল্যবান উপহার হতে পারে এটি, মায়ের হাতেই মা, বিষয়টা অসাধারণ।
মা সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা ও অভিভাবকসহ শতাধিক মা অংশগ্রহণ করেন।
বাসস/সবি/কেজিএ/১৮৩০/আসচৌ