‘লাইনে’ দাঁড়িয়ে জাতীয় নির্বাচনে ভোট দিলেন কোহলি

541

দিল্লি, ১২ মে ২০১৯ (বাসস) : ‘লাইনে’ দাঁড়িয়েই ভারতের ষষ্ঠ জাতীয় নির্বাচনে ভোট দিলেন দেশটির ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের রাজধানী নয়া দিল্লির দক্ষিণের শহর গুরুগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দেন কোহলি।
অবশ্য ঐ কেন্দ্রে কোহলিকে বিশেষ ব্যবস্থায় ভোট দেয়ার আগ্রহ দেখিয়েছিলেন পোলিং এজেন্টরা। কিন্তু কোহলি কোনো বিশেষ ব্যবস্থায় নয়, সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই নিজের নাগরিক অধিকার প্রদান করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনেই ভোট দেন কোহলি।
ভোট দেয়ার পর আঙ্গুলে কালি মাখা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্টও করেন কোহলি। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘দেশ গঠনে ভোট আপনার অধিকার ও দায়িত্ব। ভোট দিন।’