বাসস ক্রীড়া-৪ : বিষয়টি দু:খজনক : ভালভার্দে

204

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ভালভার্দে
বিষয়টি দু:খজনক : ভালভার্দে
লন্ডন, ৮ মে ২০১৯ (বাসস) : লিভারপুলের বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বিধ্বস্ত হবার পর বার্সেলোনা শুধুমাত্র নিজেদেরকেই এই পরাজয়ের জন্য দায়ী করতে পারে বলে স্বীকার করেছেন কোচ আর্নেস্টো ভালভার্দে।
এ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুলের দুর্দান্ত পারফরমেন্সে বার্সেলোনা শুধুমাত্র ৪-০ গোলে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই বিদায় নেয়নি, ইতোমধ্যেই ইউরোপীয়ান সর্বোচ্চ আসরে পরপর দুই বছর দলটির এই ধরনের পরাজয়ে সমালোচকরা সরব হয়ে উঠেছেন। ইউরোপীয়ান কাপের ইতিহাসে তৃতীয় দল হিসেবে লিভারপুল প্রথম লেগে বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় লেগে নিজেদের ফিরিয়ে এনে রেকর্ড সৃষ্টি করেছে।
বার্সা বস ভালভার্দে স্বীকার করেছেন লিভারপুলের জয়ের প্রবল আকাঙ্খার কাছে তার দল মোটেই মানিয়ে নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটের মধ্যে পরপর দুই গোল হজম করেই মূলত বার্সেলোনা ম্যাচ থেকে ছিটকে পড়েছিল। ভালভার্দে বলেন, ‘ঐ দুই গোলই আমাদের শেষ করে দিয়েছিল। বিপরীতে আমরা একটি গোলও দিতে পারিনি। মূলত সবগুলো সুযোগই আজ তারা কাজে লাগিয়েছে। এটা আমাদের জন্য, ভক্তদের জন্য ভয়ানক একটি ফল। সত্যিকার অর্থেই দূর্ভাগ্যজনক, তবে সব কৃতিত্ব লিভারপুলের। তারা শুরুটা ভাল করেছিল। এই ধরনের ম্যাচে ফিরে আসার জন্য যা খুবই জরুরী ছিল। দ্বিতীয়ার্ধে আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রনের চেষ্টা করেছি। কোন গোলের পরই আমর সঠিক সময় তার জবাব দিতে পারিনি।’
টানা দুই বছর চ্যাম্পিয়ন্স লিগ থেকে হতাশাজনক বিদায়ের পর ভালভার্দে বলেন, ‘আমি জানিনা এটা আমার উপর কি ধরনের প্রভাব ফেলবে। কিন্তু কোচ হিসেবে সব দায় দায়িত্ব আমারই। পুরো বিষয়টা দারুন দু:খজনক, বিশেষ করে আমাদের সমর্থকদের জন্য। এই ধরনের পরাজয় সবসময় মনে মধ্যে গেঁথে থাকে। মৌসুমের শেষ পর্যন্ত এর জেড় আমাদের টানতে হবে। এখনো আমাদের সামনে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা ডেল রে ফাইনাল আছে। যত দ্রুত সম্ভব নিজেদের মানসিক ভাবে ফিরিয়ে এনে সেই ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু এই মুহূর্তে আসলেই আমরা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে আছি।’
২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হয়েছিল কাতালান জায়ান্টরা।
বাসস/নীহা/১৪২০/স্বব