গোপালগঞ্জে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

288

গোপালগঞ্জ, ৭ মে, ২০১৯ (বাসস) : জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে টিসিবি’র পণ্য বাজার দরে বিক্রি, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে সরকার জেলার বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু করে। কিন্তু কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের টিসিবি’র ডিলার সরকার নির্ধারিত মূল্যে মালামাল বিক্রি না করে স্থানীয় মূল্যে বিক্রি করায় ওই ডিলারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার তালা বাজারে অভিযান চলিয়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীর্ন পণ্য বিক্রির দায়ে নাঈম ষ্টোরকে ৩ হাজার, জিম ষ্টোরকে ৩ হাজার ও মশিউর ষ্টোরকে ২ হাজার ৫’শ টাকা এবং রামদিয়া বাজারের আরো ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।